বরগুনায় সমান ভোট পাওয়ায় আবারও নির্বাচন

বরগুনায় সমান ভোট পাওয়ায় আবারও নির্বাচন

বরগুনায় সমান ভোট পাওয়ায় আবারও নির্বাচন

শুক্রবার নির্বাচন কমিশনের (নির্বাচন পরিচালনা-২) অতিরিক্ত সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়...

রাজনীতি

বরগুনা প্রতিনিধি

বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই প্রার্থী সমান (৫৭০০) ভোট পাওয়ায় এই পদে আগামী ২৪ নভেম্বর ফের ভোট গ্রহণের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন।  

শুক্রবার নির্বাচন কমিশনের (নির্বাচন পরিচালনা-২) অতিরিক্ত সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

জেলা নির্বাচন কর্মকর্তা  দীলিপ কুমার বলেন, “নির্বাচনে শুধু সমান ভোট প্রাপ্ত দুজন প্রার্থী অংশ নিবেন। পুনঃভোট গ্রহনের নির্দেশনা পেয়েছি। নির্দেশনামতে নির্ধারিত তারিখ ও সময়ে আমরা ভোটগ্রহণের ব্যবস্থা করব।”

নির্বাচন কার্যালয় জানিয়েছে, দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বরগুনার এম বালিয়তলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল ইসলাম নাসির নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদল আনারস প্রতীকে সমান ৫৭০০ ভোট পান।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/182142/বরগুনায়-সমান-ভোট-পাওয়ায়-আবারও-নির্বাচন