লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ আরও দুই যুবকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ আরও দুই যুবকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার রাত ৯টার দিকে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কমলনগর থানায় হস্তান্তর করা হয়।
কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- নোয়াখালীর সদর উপজেলার চুলডগী এলাকার আব্দুল মতিনের ছেলে মাকছুদ এবং একই উপজেলার চর কাউনিয়া এলাকার আবু ছায়েদ ভূঁইয়ার ছেলে পেয়ার আহমেদ।
এর আগে মঙ্গলবার রাতে আরও দুজনকে আগ্নেয়াস্ত্রসহ কমলনগরের চরলরেন্স এলাকা থেকে আটক করা হয়।
কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, উপজেলার চর কালকিনি ইউনিয়নের চরবসুর নির্বাচনি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে নিয়মিত টহল দিচ্ছিলেন। ওই টহল টিমের হাতে তারা একটি এলজিসহ আটক হয়েছে। তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বাংলাদেশ জার্নাল/জেবি
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181078/লক্ষ্মীপুর-থেকে-অস্ত্রসহ-আটক-২