মানিকগঞ্জে ইউপিতে জয়ী ৮ নৌকা, বিদ্রোহী ২
মানিকগঞ্জে ইউপিতে জয়ী ৮ নৌকা, বিদ্রোহী ২
বাংলাদেশ
মোঃ শাহীনুল হক, মানিকগঞ্জ প্রতিনিধিদ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সিঙ্গাইরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ৮জন, নৌকার বিদ্রোহী প্রার্থী ২জন এবং একজন সতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
জয়ীরা হলেন- সিঙ্গাইর সদর ইউনিয়নে জাহিনুর ইসলাম সৌরভ (সতন্ত্র), ধল্লা ইউনিয়নে জাহিদুল ইসলাম (নৌকা), চান্দহর ইউনিয়নে শওকত হোসেন বাদল (নৌকা), জার্মিতা ইউনিয়নে আবুল হোসেন (নৌকার বিদ্রোহী), জয়মন্টপ ইউনিয়নে ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন (নৌকা), চারিগ্রাম ইউনিয়নে দেওয়ান রিপন হোসেন (নৌকা), তালেবপুর ইউনিয়নে মো. রমজান আলী (নৌকা), বায়রা দেওয়ান জিন্নাহ লাঠু (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বী, সায়েস্তা ইউনিয়নে আবুল হোসেন (নৌকার বিদ্রোহী), বলধারা ইউনিয়নে আব্দুল মাজেদ খাঁন (নৌকা) ও জামশা ইউনিয়নে গাজী কামরুজ্জামান।
মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে মানিকগঞ্জের সিঙ্গাইরের ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকের ৮ জন, স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী ২জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এরমধ্যে বায়রা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রাথমিকভাবে আমাদের কাছে এই তথ্য আছে। ভোটের ব্যবধান পরে জানানো হবে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181194/মানিকগঞ্জে-ইউপিতে-জয়ী-৮-নৌকা-বিদ্রোহী-২