ভোটের আগে নিখোঁজ প্রার্থী, থানায় জি‌ডি

ভোটের আগে নিখোঁজ প্রার্থী, থানায় জি‌ডি

ভোটের আগে নিখোঁজ প্রার্থী, থানায় জি‌ডি

ঠাকুরগাঁও‌য়ের হ‌রিপু‌রে আমগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী হা‌কিম উদ্দিন নিখোঁজের ঘটনায় হরিপুর থানায় সাধারণ ডায়রি...

বাংলাদেশ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও‌য়ের হ‌রিপু‌রে আমগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) প্রার্থী হা‌কিম উদ্দিন (৪৮) নিখোঁজের ঘটনায় হরিপুর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

বুধবার নিখোঁজ আব্দুল হাকিমের বোন জামাই মুনসেফ আলী বাদী হয়ে হরিপুর থানায় একটি জিডি করেছেন।

তিনি নির্বাচনের দুই দিন আগে থেকে নি‌খোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

জিডি সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ৫ নম্বর আমগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য পদ-প্রার্থী (ফুটবল মার্কা) আব্দুল হাকিম। মঙ্গলবার বিকেল ৩টার সময় নির্বাচনী প্রচারণার জন্য বাড়ি থেকে বের হন তিনি।

এরপর রাতে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তার ব্যবহৃত ফোনে কল দিলে তা বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করার পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ আব্দুল হাকিমকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে একজন নিখোঁজ থাকার পরও বৃহস্পতিবার ওই ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত বলে জানিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল ক‌রিম।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ আব্দুল হাকিমকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181080/ভোটের-আগে-নিখোঁজ-প্রার্থী-থানায়-জি‌ডি