৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন যুবক

৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন যুবক

৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন যুবক

দিনাজপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১৩ । এ সময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এ সময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। 

বুধবার সন্ধ্যায় দিনাজপুর র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষযটি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডারের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইড লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

দিনাজপুর র‌্যাব-১৩'র সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা সদরের সুন্দরবন ইউনিয়নস্থ ৫ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২৫০  গ্রাম মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মোঃ নাদিম (২৫), মোঃ রফিকুল ইসলাম (২০) ও মোঃ ফিরোজ বাবলু জনি (২৩)।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় যাত্রী সেজে বিপুল পরিমাণ গাঁজা আনা নেয়া করতেন। তাদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় র‌্যাব-১৩ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182726/৩২-কেজি-গাঁজাসহ-গ্রেফতার-তিন-যুবক