জয়পুরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা
রাজনীতি
জয়পুরহাট প্রতিনিধিজয়পুরহাট জেলা যুবদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে জেলা শাখায় তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জয়পুরহাট জেলা যুবদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে জেলা তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।
আগামী ১৫ দিনের মধ্যে বাকি সদস্যদের নামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আহবায়ক কমিটির তিনজন হলেন, আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্জ্বল ও সদস্য সচিব মুক্তাদুল হক আদনান।
এদিকে আহবায়ক কমিটি ঘোষণার পর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/181800/জয়পুরহাট-জেলা-যুবদলের-আহবায়ক-কমিটি-ঘোষণা