ওমিক্রন ইস্যুতে ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন রামাফোসা
ওমিক্রন ইস্যুতে ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন রামাফোসা
ওমিক্রন শনাক্ত হওয়ায় প্রতিবেশী দেশসহ দক্ষিণ আফ্রিকার ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
আন্তর্জাতিক ডেস্কওমিক্রন শনাক্ত হওয়ায় প্রতিবেশী দেশসহ দক্ষিণ আফ্রিকার ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এসময় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ারও আহ্বান জানান তিনি।
স্থানীয় সময় রোববার এক বক্তব্যে তিনি বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এবং বৈষম্যের শিকার হচ্ছে তার দেশ দক্ষিণ আফ্রিকা।
সিরিল রামাফোসা বলেন, তিনি গভীরভাবে মর্মাহত, বিশ্বের বিভিন্ন দেশের এ ধরনের প্রতিক্রিয়ায়। এটি অন্যায় করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন বলেন, নিষেধাজ্ঞা নতুন ধরন ছড়ানো বন্ধ কতে কার্যকর কোনো পদক্ষেপ নয়। এটি বরং অর্থনীতির আরও বড় ক্ষতি বয়ে আনবে এবং করোনা মহামারি ঠেকাতে ভুক্তভোগী দেশগুলোর সক্ষমতা হ্রাস করে ফেলবে।
ভবিষ্যতে অর্থনৈতিক মন্দা ঠেকাতে দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর প্রতি সিদ্ধান্ত বদল করার আহ্বানও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/183193/ওমিক্রন-ইস্যুতে-ভ্রমণ-নিষেধাজ্ঞা-নিয়ে-যা-বললেন-রামাফোসা