বাবাকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণ চেষ্টা

বাবাকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণ চেষ্টা

বাবাকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণ চেষ্টা

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে তার নবম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা...

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে তার নবম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে দীঘিরপাড় এলাকায় এই ঘটনার সময় জড়িত পাঁচজনকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হল- রাসেল ইসলাম, আরিফ হোসেন, শাওন ইসলাম, রবিউল ইসলাম ও মোরশেদ আলম। তাদের সবার বাড়ি চন্দ্রগঞ্জ ইউনিয়নে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, বাড়িতে অনেক মেহমান ছিল। রাতের খাবার শেষে সবাই চা খাচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে ঢুকে পড়ে। অস্ত্রের মুখে আমার মেয়েকে তুলে নেয়ার চেষ্টা করে।

তিনি আরও বলেন, আমাদের চিৎকারে আশপাশের লোকজন তাদের গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে।

ওসি এ কে এম ফজলুল হক বলেন, পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182264/বাবাকে-অস্ত্র-ঠেকিয়ে-মেয়েকে-অপহরণ-চেষ্টা