চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, চালকসহ নিহত ২

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, চালকসহ নিহত ২

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, চালকসহ নিহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত...

বাংলাদেশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার রাতে কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুবেলের বাড়ি হাজীগঞ্জ উপজেলার রান্ধুনিমুড়া এলাকায় এবং বকুলের বাড়ি মৈশামুড়া এলাকায়।

স্থানীয়রা জানান, দ্রুতগামী বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিচালক রুবেল ও যাত্রী বকুল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল শুরু হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ থানা হেফাজতে আনা হচ্ছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182258/চাঁদপুরে-ট্রাক-সিএনজি-সংঘর্ষ-চালকসহ-নিহত-২