দুর্বৃত্তের আগুনে পুড়ল সরকারি বিদ্যালয়ের নথিপত্র
দুর্বৃত্তের আগুনে পুড়ল সরকারি বিদ্যালয়ের নথিপত্র
বাংলাদেশ
পিরোজপুর প্রতিনিধিপিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের জুলুহার মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক আগুনে পুড়েছে গুরুত্বপূর্ন নথিপত্রসহ আসবাবপত্র।
সোমবার রাতে দুর্বৃত্তরা গেটের তালা ভেংগে বিদ্যালয়ের অফিসকক্ষে প্রবেশ করে গুরুত্বপুর্ন সকল কাগজপত্র একত্রিত করে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে কাগজপত্রের সাথে কিছু আসবাবপত্রও পুড়ে যায়।
জুলুহার মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
বিদ্যালয়ের সভাপতি মৃদুল বড়াল বলেন, বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনার সুস্পষ্ট তদন্ত দাবি করেন তিনি।
স্থানীয়রা জানান, আগুনের এ ঘটনাটি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করার দাবি তাদের।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাইরী করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181197/দুর্বৃত্তের-আগুনে-পুড়ল-সরকারি-বিদ্যালয়ের-নথিপত্র