এবার ইউরোপের দুই দেশে ওমিক্রন শনাক্ত

এবার ইউরোপের দুই দেশে ওমিক্রন শনাক্ত

এবার ইউরোপের দুই দেশে ওমিক্রন শনাক্ত

যুক্তরাজ্যের পর এবার ইউরোপের দেশ জার্মানি ও ইতালিতে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক

যুক্তরাজ্যের পর এবার ইউরোপের দেশ জার্মানি ও ইতালিতে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।  

শনিবারের এই প্রতিবেদনে বলা হয়, জার্মানির আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বাভারিয়া রাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুজনকে পাওয়া গেছে। তারা গত ২৪ নভেম্বর মিউনিখ বিমানবন্দর দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন।

এদিকে, ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, তারা মিলানে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করেছে। তিনি মোজাম্বিক থেকে ইতালিতে এসেছেন।

অন্যদিকে চেক রিপাবলিকের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত একজনকে তারা সন্দেহ করছে, যিনি ওমিক্রনে সংক্রমিত হয়ে থাকতে পারেন। তিনি নামিবিয়া থেকে সময় কাটিয়ে সবে দেশে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকাকে ভাইরাস বৈচিত্র্যের এলাকা হিসেবে চিহ্নিত করেছে জার্মানি।  আফ্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে দেশটি।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/183069/এবার-ইউরোপের-দুই-দেশে-ওমিক্রন-শনাক্ত