রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, উত্তেজিত জনতার বাসে আগুন

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, উত্তেজিত জনতার বাসে আগুন

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, উত্তেজিত জনতার বাসে আগুন

সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।   

সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর জিয়া বলেন, রামপুরায় একটি বাসে আগুন দিয়েছে জনতা। ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183291/রামপুরায়-বাসচাপায়-শিক্ষার্থী-নিহত-উত্তেজিত-জনতার-বাসে-আগুন