রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, উত্তেজিত জনতার বাসে আগুন
মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, উত্তেজিত জনতার বাসে আগুন
সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকরাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।
সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর জিয়া বলেন, রামপুরায় একটি বাসে আগুন দিয়েছে জনতা। ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183291/রামপুরায়-বাসচাপায়-শিক্ষার্থী-নিহত-উত্তেজিত-জনতার-বাসে-আগুন