প্রিমিয়ার ব্যাংক কামরাঙ্গীরচর উপশাখা উদ্বোধন

প্রিমিয়ার ব্যাংক কামরাঙ্গীরচর উপশাখা উদ্বোধন

প্রিমিয়ার ব্যাংক কামরাঙ্গীরচর উপশাখা উদ্বোধন

রাজধানীর কামরাঙ্গীরচরে প্রিমিয়ার ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় এটি উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর মো. হোসেন।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে প্রিমিয়ার ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় এটি উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর মো. হোসেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক।

ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও  নিউমার্কেট শাখা ব্যবস্থাপক তুষার কুমার পাল বলেন, প্রিমিয়ার ব্যাংকের স্লোগান হচ্ছে   'service first ' অর্থাৎ সেবাই প্রথম। আর গ্রাহকদের সেবা দেয়ার জন্যই এই উপশাখাটি চালু করা হয়েছে। এখন থেকে এই উপশাখায় ব্যাংকের সম্মানিত গ্রাহকরা সব ধরণের সেবা খুব সহজেই নিতে পারবেন।

উপশাখাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, কামরাঙ্গীরচর এলাকার ব্যবসায়ীদের এখন থেকে আর দূরে যেতে হবে না। ঘরের কাছেই নির্বিঘ্নে তারা ব্যাংকিং সেবা নিতে পারবেন।

কামরাঙ্গীরচর উপশাখাটি  প্রিমিয়ার ব্যাংক নিউমার্কেট শাখার অধীনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিউমার্কেট শাখার নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম, জি.বি  ইনচার্জ আমেনা খাতুন, সিনিয়র অফিসার মেহেনাজ সাফা, ক্যাশ অফিসার সাইফুল ইসলাম, অফিসার হুমায়রা সম্পা প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/একে/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/181564/প্রিমিয়ার-ব্যাংক-কামরাঙ্গীরচর-উপশাখা-উদ্বোধন