বিএনপি নেতা আলালকে ইমিগ্রেশনে আটকে রাখার অভিযোগ
শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
বিএনপি নেতা আলালকে ইমিগ্রেশনে আটকে রাখার অভিযোগ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিজস্ব প্রতিবেদকবিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য সহধর্মিণীসহ আরো একজন সহকারীকে নিয়ে ভারত যেতে শুক্রবার সকাল পৌনে ৯টায় বিমানবন্দর যান আলাল। প্রয়োজনীয় সকল কাগজ এমনকি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও সকাল থেকে তাকে ইমিগ্রেশনে আটকে দেয়া হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলালকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে জানিয়ে তার সঙ্গে থাকা এস এম জাহিদুল হাসান বাংলাদেশ জার্নালকে জানান, আলাল ভাই দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনীতে টিউমার ধরা পড়েছে। এখন চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসায় ভারত যাওয়ার পথে দুই ঘন্টা ধরে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে। উপরের নির্দেশ রয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ জার্নাল/কেএস/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/182863/বিএনপি-নেতা-আলালকে-ইমিগ্রেশনে-আটকে-রাখার-অভিযোগ