ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবা-মেয়ে কারাগারে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবা-মেয়ে কারাগারে
বাংলাদেশ
বরিশাল প্রতিনিধিবরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবা ও মেয়েকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার নির্ধারিত দিনে বরিশালের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মোঃ মাসুম বিল্লাহ্ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলহাজতে প্রেরণকৃত আসামীরা হলেন, বরিশাল নগরীর ২১নং ওয়ার্ড পুরাতন পাসপোর্ট অফিস লেনের এমএ জলিল সড়কের বাসিন্দা এ.বি.এম সালাউদ্দিন আহম্মেদ ও তার মেয়ে সৈয়দা সাবিকুন নাহার তুবা।
একই এলাকার বাসিন্দা খোরসেদুল আলম সুজন এর স্ত্রী ফজিলাতুন নেসা হাসি বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, বাদী ও তার স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করায় চলতি বছরের ১০ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলো বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক। তিনি আসামী দুইজনকে অভিযুক্ত করে চার্জশীট দেন।
এ মামলায় বুধবার আসামীদ্বয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর না করে তাদের জেলহাজতে পাঠান।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182019/ডিজিটাল-নিরাপত্তা-আইনের-মামলায়-বাবা-মেয়ে-কারাগারে