যানজট-বৃষ্টিতে নাকাল নগরবাসী

যানজট-বৃষ্টিতে নাকাল নগরবাসী

যানজট-বৃষ্টিতে নাকাল নগরবাসী

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন। সাথে রাজপথে বাড়তি চাপ ছিলো এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী যানবহনের।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন। সাথে রাজপথে বাড়তি চাপ ছিলো এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী যানবহনের। এছাড়া গণপরিবহন সংকটে কিছু কিছু সড়কে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে। সবমিলিয়ে সোমবার সকাল থেকেই সীমাহীন ভোগান্তি সৃষ্টি হয় রাজধানীতে।

রাজধানীর ধানমন্ডি ১০ নম্বরে গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী ওমর ফারুক।  তিনি বলেন, অফিসের কাজে মতিঝিল যাব কিন্তু বৃষ্টির কারণে বাস পাচ্ছি না। যে দুই-একটা বাস আসছে সেগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে আসায় ওঠা যাচ্ছে না। বৃষ্টির কারণে পরিবহন সংকট দেখা দিয়েছে। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ছাতা মাথায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। 

এদিকে মিরপুরে থেকে ধানমন্ডি আসা আরেক বেসরকারি চাকরিজীবী কবির মিয়া বলেন, দীর্ঘসময় অপেক্ষা করে বাসে উঠেছি।  সব জায়গাতেই অতিরিক্ত যানজট সৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে। যানজট হলেও গণপরিবহের সংখ্যা অনেক কম। কালশি, মিরপুরসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখেছি।

এছাড়া  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ট্রাফিক অ্যালার্ট’ নামক জনপ্রিয় একটি গ্রুপে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট এবং বৃষ্টি ভোগান্তি নিয়ে অনেকেই পোস্ট করেছেন। 

সেখানে নূর আবু জাহিদ নামের একজন একটি ছবি পোস্ট করে লিখেছেন, খিলক্ষেত ও বিশ্বরোডের মাঝামাঝি এলাকায় গত ২৫ মিনিট ধরে একটুও নড়েনি বাস। অতিরিক্ত যানজট এ সড়কে।

উল্লেখ্য,  ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’উপকূলে আসার আগেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ হিসেবে এটি সোমবার মধ্যরাতে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183942/যানজট-বৃষ্টিতে-নাকাল-নগরবাসী