গ্যাস কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬

গ্যাস কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬

গ্যাস কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬

বাগেরহাটের মোংলায় একটি এলপিজি গ্যাস কারখানায় বয়লার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় একটি এলপিজি গ্যাস কারখানায় বয়লার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার রাত সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন- মোংলার শেলা বুনিয়ার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), বটিয়াঘাটার নূরুল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপালের পেড়িখালীর মো. আরজ আলীর ছেলে ইমরান (২৯) এবং একই এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)।

এদের মধ্যে নুর আলম ও হাসান সিকদারকে ঢাকায় নেয়া হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তারা দুর্ঘটনার খবর শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180592/গ্যাস-কারখানায়-বয়লার-বিস্ফোরণ-দগ্ধ-৬