চট্টগ্রামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ৫

চট্টগ্রামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ৫

চট্টগ্রামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ৫

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়েনি। তবে এসময়ের মধ্যে শনাক্ত হয়েছেন পাঁচজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩১৯ জনে।    

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামের গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে এক হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ। এছাড়া শনাক্তদের মধ্যে একজন নগরের ও বাকি চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুজন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181693/চট্টগ্রামে-মৃত্যু-শূন্য-দিনে-শনাক্ত-৫