মানিকগঞ্জে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, আটক ১৭

মানিকগঞ্জে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, আটক ১৭

মানিকগঞ্জে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, আটক ১৭

বাংলাদেশ

মোঃ শাহীনুল হক, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, ওই প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তারা পাশ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। সকাল ৮টা থেকে উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহন শুরু হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন ও পুরুষ সদস্য পদে ২৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে ভোটাররা। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181196/মানিকগঞ্জে-ভোটকেন্দ্রে-প্রভাব-বিস্তারের-চেষ্টা-আটক-১৭