নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জেলহত্যা দিবস উদযাপন

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জেলহত্যা দিবস উদযাপন

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জেলহত্যা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেলহত্যা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় রবিবার (৭ নভেম্বর) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জেল হত্যা দিবস।

প্রবাস

বাংলা প্রেস, নিউ ইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেলহত্যা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় রবিবার (৭ নভেম্বর) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জেল হত্যা দিবস।

আলোচনা সভায় জাতীয় চার নেতার নামে মেগা প্রকল্পের নামকরণের দাবি ও পাঠ্যপুস্তকে তাদের বিরত্বগাঁথা অন্তর্ভূক্তির দাবি জানানো হয়। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ড. প্রদীপ রন্জন কর এবং পরিচালনা করেন ফরিদ আলম।

সভার শুরুতে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যবৃন্দ, ৩রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় ৪ নেতা, ৭ই নভেম্বরের বীর সেনানী খুনী মোশতাকচক্র সরকারকে উৎখাতকারী খালেদ মোশাররফ, হুদা, হায়দার, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি এবং বীর মুক্তিযাদ্ধা ড.মহসিন আলীর রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ইসমাঈল হোসেন।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ৭৫-এর ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর, ৭ই নভেম্বর এবং ২১শে আগস্টের কুশিলবরা ৭১এর সেই একই পরাজিত শক্তি। পাকিস্তানি প্রেতাত্মারা তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে একের পর এক আঘাত করে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী নেতাদের হত্যা করে নেতৃত্বশূন্য করার প্রয়াস চালাচ্ছে।

বক্তারা অবিলম্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত কমিশন গঠন করে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করণ এবং বিশেষ ট্রাইবুনালে বিচার ও মৃত ঘাতকদেরও মরনোত্তর শাস্তির দাবি করা হয়।

৭ই নভেম্বর কুচক্রী জিয়া-শওকতের নির্দেশে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্ণেল হুদা ও কর্ণেল হায়দারকে হত্যাকারী মেজর জলিল, মেজর আসাদ ও অন্য খুনীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয় সভায়। একই সাথে ২রা নভেম্বর বিমান বাহিনীর যে সকল কর্মকর্তা ও সেনা সদস্য বিমান ও হেলিকপ্টার গানশিপ নিয়ে খালেদ মোশাররফ, লিয়াকত, সাফায়েত জামিলের নেতৃত্বে ক্যু-করে খন্দকার মোশতাক সরকারকে উৎখাত করে এবং পরে জিয়া-তাহেরের ষড়যন্ত্রের কারণে সেই অভ্যুথান ব্যর্থ হয় এবং তারা সাজাপ্রাপ্ত হয়ে চাকুরীর সুযোগ-সুবিধা থেকে এখনও বঞ্চিত আছে, তাদের বিষয়টি পুনর্বিবেচনা করে আর্থিক ও সামাজিক মর্যাদা ফিরিয় দেয়া হোক।

বক্তারা আরও বলেন, পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার স্বার্থে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে খন্দকার মুশতার, জিয়া, তাহের উদ্দিন ঠাকুর, শাহ মোয়াজ্জেম, ওবায়দুর রহমান, মাহবুবুল আলম চাষী, কর্নেল তাহের ও জাসদ নেতৃত্ব ইত্যাদি গং-দের ষড়যন্ত্র উদঘাটন অত্যন্ত জরুরী। আর কালক্ষেপণ না করে অবিলম্বে একটি কমিশন গঠন করে সত্য ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবী জানান নেতৃবৃন্দ।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/181071/নিউ-ইয়র্কে-যুক্তরাষ্ট্র-আওয়ামী-লীগের-জেলহত্যা-দিবস-উদযাপন