এবার গোলন্দাজ ইউনিটের মহড়া চালালো উত্তর কোরিয়া

এবার গোলন্দাজ ইউনিটের মহড়া চালালো উত্তর কোরিয়া

এবার গোলন্দাজ ইউনিটের মহড়া চালালো উত্তর কোরিয়া

নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে গোলন্দাজ ইউনিটের মহড়া পরিচালনা করেছে উত্তর কোরিয়া।

আন্তর্জাতিক ডেস্ক

নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে গোলন্দাজ ইউনিটের মহড়া পরিচালনা করেছে উত্তর কোরিয়া। 

রোববার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার থেকে দেশেটির সামরিক বাহিনী গোলাবর্ষণের প্রতিযোগিতা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনীর ভ্রাম্যমাণ গোলন্দাজ ইউনিটের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হয়েছে।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে সামরিক মহড়া শুরুর কয়েক দিন পর উত্তর কোরিয়া এই মহড়া চালালো।

বার্তা সংস্থা ইয়োনহ্যাপের বরাতে পার্স টুডের খবরে বলা হয়েছে, গত সোমবার থেকে ওয়াশিংটন এবং সিউল পাঁচদিনের বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করে। এতে অংশ নিয়েছে অন্তত ২০০টি যুদ্ধবিমান। উত্তর কোরিয়া এ ধরনের মহড়ার বিরুদ্ধে বারবার আপত্তি করা সত্ত্বেও আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া এই যৌথ মহড়া চালালো।

এর আগে গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া কয়েক দফায় নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যার মধ্যে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রও রয়েছে। 

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/180713/এবার-গোলন্দাজ-ইউনিটের-মহড়া-চালালো-উত্তর-কোরিয়া