ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী অস্ট্রেলিয়া

ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী অস্ট্রেলিয়া

ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের ফাইনাল খেলতে হলে জয়ের কোন বিকল্প ছিলো না অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। এমন ম্যাচে টস জিতে অজিরা। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করে বাবর আজমের দল। ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে অস্ট্রেলিয়া। ফলে ৫ উইকেটের জয় নিয়ে ফাইনালে উঠলো অজিরা। 

আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অ্যারন ফিঞ্জের দল।

এদিকে পাকিস্তানের দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। শাহীন শাহ আফ্রিদি প্রথম ওভারেই ফেরান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারণ ফিঞ্চকে। অজি অধিনায়ক প্যাভিলিয়নে ফেরার পর দলের রানের চাকা সচল করেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। তবে শাদাব খানের জোড়া আঘাত চাপে পরে অস্ট্রেলিয়া।

দুই ওভারে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে রাখেন লেগ স্পিনার শাদাব খান। নিজের প্রথম ওভারে বিপজ্জনক মিচেল মার্শকে আউট করেন শাদাব। স্লগ সুইপ করতে গিয়ে লং লেগে ক্যাচ দেন মার্শ। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করে ২৮ রান। পরের ওভারে স্মিথ ক্যাচ দেন মিড উইকেটে (৫)।

এদিকে আজ যখন সতীর্থরা যখন আসা যাওয়ার মিছিলে তখন দেয়াল হয়ে দাঁড়িয়ে রান তুলছিলেন ডেভিড ওয়ার্নার। তার ব্যাটে ছিল রানের ফোয়ারা। প্রায় একাই শাসন করছিলেন বোলারদের। কিন্তু ১১তম ওভারের প্রথম বলে তাকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরালেন লেগ স্পিনার শাদাব। পরের ওভারে তার শিকার গ্লেন ম্যাক্সওয়েল। দুই হার্ডহিটারকে ফিরিয়ে শাদাব খান ম্যাচের ভাগ্যটাই মনে হয় বদলে দিয়েছিলে।

কিন্তু শেষ দিকে মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েডের ঝড়ো ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। স্টয়নিস ৩১ বলে ৪০ আর ম্যাথু ওয়েড ১৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে জয়ের বন্দরে পৌছে যান।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/181195/ফাইনালে-নিউজিল্যান্ডের-সঙ্গী-অস্ট্রেলিয়া