সোয়ারিঘাটে জুতা কারখানায় আগুন, পাঁচ শ্রমিক নিহত

সোয়ারিঘাটে জুতা কারখানায় আগুন, পাঁচ শ্রমিক নিহত

সোয়ারিঘাটে জুতা কারখানায় আগুন, পাঁচ শ্রমিক নিহত

রাজধানীর সোয়ারিঘাটের একটি জুতা কারখানায় আগুনে ৫ শ্রমিক নিহত হয়েছেন।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সোয়ারিঘাটের একটি জুতা কারখানায় আগুনে ৫ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইউম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দগ্ধ হয়ে নয়, বিষাক্ত ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছেন।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তারা সবাই কারখানার শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার সামনে রাখা ড্রামের রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্বিতীয়তলা কারখানার ওপরের তলায় ৭ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে দুইজন লাফ দিয়ে বের হতে সক্ষম হন। আহত এই দুইজন চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ জার্নাল/জেবি

 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180361/সোয়ারিঘাটে-জুতা-কারখানায়-আগুন-পাঁচ-শ্রমিক-নিহত