লালমনিরহাটে নির্বাচনী ফলাফল নিয়ে সংর্ঘষ, আহত ২০

লালমনিরহাটে নির্বাচনী ফলাফল নিয়ে সংর্ঘষ, আহত ২০

লালমনিরহাটে নির্বাচনী ফলাফল নিয়ে সংর্ঘষ, আহত ২০

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ও খুনিয়াগাছ ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সাথে বিভিন্ন প্রার্থীর নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিভিন্ন সড়ক অবরোধসহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

বাংলাদেশ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ও খুনিয়াগাছ ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সাথে বিভিন্ন প্রার্থীর নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিভিন্ন সড়ক অবরোধসহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

রোববার সন্ধ‌্যার পর থেকে মধ‌্যরাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে নৌকার প্রার্থী গোলাম মোস্তফা স্বপনের নেতা-কর্মীদের সাথে পুলিশের ও খুনিয়াগাছ ইউনিয়নে লাঙ্গল’র প্রার্থী জুলফিকার আলী বুলু’র নেতা-কর্মীদের সাথে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মী সড়ক অবরোধসহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে কমপক্ষে ২০ জন আহতের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।  পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, যারা শান্ত পরিস্থিতি নষ্ট করতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183178/লালমনিরহাটে-নির্বাচনী-ফলাফল-নিয়ে-সংর্ঘষ-আহত-২০