রাজশাহী মেডিকেলে একদিনে ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে একদিনে ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে একদিনে ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় কোনো রোগী মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, নওগাঁ ও নাটোরের একজন করে তিনজন মারা গেছেন। 

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩০ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৭ জন।

বর্তমানে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের তিনজন, নওগাঁর পাঁচজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার দুজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি চারজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। এই একদিনে সুস্থ হয়ে বাড়ি গেছেন দুজন।

এদিকে শনিবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫০ জনের। এতে কারও করোনা ধরা পড়েনি। একই দিনে রামেক ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182274/রাজশাহী-মেডিকেলে-একদিনে-৩-জনের-মৃত্যু