বকশিসের জন্য ওয়ার্ড বয়ের কাণ্ড, রোগীর মৃত্যু

বকশিসের জন্য ওয়ার্ড বয়ের কাণ্ড, রোগীর মৃত্যু

বকশিসের জন্য ওয়ার্ড বয়ের কাণ্ড, রোগীর মৃত্যু

ওয়ার্ড বয়ের চাহিদা মতো বকশিস না দেয়ায় অক্সিজেন মাক্স খুলে দেয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি

ওয়ার্ড বয়ের চাহিদা মতো বকশিস না দেয়ায় অক্সিজেন মাক্স খুলে দেয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওয়ার্ডবয় পলাতক রয়েছে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম হোসেন।

ঘটনার শিকার রোগীর নাম বিকাশ চন্দ্র দাস (১৮)। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার শিয়ালকুন্ডি গ্রামের বিশু দাসের ছেলে।

নিহতের চাচা শচীন চন্দ্র জানান, তার ভাতিজা বিকাশ চন্দ্র সন্ধ্যা ৭টায় সাঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। তাকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্ষত স্থানগুলো ব্যান্ডেজ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে যাওয়ার পর জরুরি বিভাগের ওয়ার্ড বয় দুলু ট্রলিতে করে বিকাশকে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে মাথা ড্রেসিং করার পর অক্সিজেন মাস্ক লাগিয়ে ট্রলিতে করে বিকাশকে সার্জারি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকাশকে সার্জারি ওয়ার্ডের ফ্লোরে নামিয়ে দেয়ার পর দুলু তাদের কাছে ২০০ টাকা বকশিস চায়। কিন্তু ২০০ টাকার জায়গায় ১৫০ টাকা দেয়ায় ওয়ার্ড বয় অক্সিজেন মাস্ক খুলে দেয়ার কথা বলে।

এসময় তারা তাকে মাস্ক না খোলার জন্য অনুরোধ করেন। এরপরও ৫০ টাকা না পেয়ে দুলু টান দিয়ে অক্সিজেন মাস্ক খুলে দেয়। এর পরপরই বিকাশের শ্বাসকষ্ট শুরু হয়। তখন তারা ওয়ার্ড বয়কে অক্সিজেন লাগিয়ে দেয়ার অনুরোধ করে কিন্তু ওয়ার্ড বয় ৫০ টাকা না দিলে তা লাগাবে না জানায়। এরপর তারা নিজেরাই বিকাশের মুখে অক্সিজেন লাগিয়ে দেয়ার চেষ্টা করে। যখন তার ভাতিজার নাক দিয়ে শ্লেষ্মা বের হওয়া শুরু করে তখন ওয়ার্ড বয় পুনরায় অক্সিজেন লাগিয়ে দেয়। এর পর পর তার ভাতিজা আর শ্বাস নিচ্ছে না দেখে ওয়ার্ড বয় সেখান থেকে পালিয়ে যায়। পরে চিকিৎসক এসে রোগীকে মৃত ঘোষণা করে।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ওয়ার্ড বয় দুলু পালিয়ে গেছে। তাকে খোঁজা হচ্ছে। লাশ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেবি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180960/বকশিসের-জন্য-ওয়ার্ড-বয়ের-কাণ্ড-রোগীর-মৃত্যু