টানা ধর্মঘটের হুমকি সিলেটের পরিবহন মালিক-শ্রমিকদের

টানা ধর্মঘটের হুমকি সিলেটের পরিবহন মালিক-শ্রমিকদের

টানা ধর্মঘটের হুমকি সিলেটের পরিবহন মালিক-শ্রমিকদের

কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। এসময় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়।

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি

মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২১ নভেম্বর থেকে টানা ধর্মঘটের হুমকি দিয়েছেন সিলেট বিভাগের পরিবহন মালিক-শ্রমিকরা।

রোববার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

জানা যায়, অবৈধ মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে নগরের চৌহাট্টা এলাকায় গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে পরিবহন শ্রমিক এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। এসময় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। পরে অবৈধ মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় ২৮ জনসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলা প্রত্যাহারের দাবিতে এ হুমকি দেওয়া হয়েছে।

ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দেবো। স্মারকলিপিতে আমরা মামলা প্রত্যাহারের আবেদন করবো। নাহলে আগামী ২১ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করবেন বিভাগের সব ধরনের পরিবহন শ্রমিকরা।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180710/টানা-ধর্মঘটের-হুমকি-সিলেটের-পরিবহন-মালিক-শ্রমিকদের