দেশীয় পণ্য নিয়ে মেলা ‘দেশজ ক্রাফটস’

দেশীয় পণ্য নিয়ে মেলা ‘দেশজ ক্রাফটস’

দেশীয় পণ্য নিয়ে মেলা ‘দেশজ ক্রাফটস’

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে দু দিনব্যাপী দেশজ ক্রাফটস মেলা। এতে ৩৭টি স্টলে প্রায় ৪০ জনের বেশি উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলা চলবে আজ শনিবার রাত ৮টা পর্যন্ত৷

শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ এর ডব্লিওভিএ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনাম জাহান শিলা। বিশেষ অতিথি ছিলেন টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেত্রী বলেন, এ ধরনের মেলা আমাদের দেশকে এবং নারীদের বাইরে নিয়ে আসছে এবং পুরুষদের পাশাপাশি তাদের সক্ষমতা অর্জনে সহায়তা করছে, যা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বৃহৎ ভূমিকা পালন করবে৷

জানা গেছে, দেশজ ক্রাফটসের উদ্যোগে আয়োজিত এ মেলায় শুধুমাত্র দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে বেশিরভাগ তরুণ উদ্যোক্তা অংশ নিয়েছেন৷

মেলায় উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স নিয়ে আলোচনা করা হয়৷ শনিবারও থাকবে উদ্যোক্তাদের সিগনেচার পণ্য নিয়ে একটি আলোচনা পর্ব। আয়োজনে দেশজ ক্রাফটসের সঙ্গে আছে ‘দেশীয়-মেইড ইন বাংলাদেশ’ ফেসবুক গ্রুপ।

দেশজ ক্রাফটসের পরিচালক নিশাত মুশফিকা বলেন, মেলায় দেশজ পণ্যের ভেতরে মসলিন, জামদানি, ক্রাফটস, শো-কেজিং পণ্য, বাঁশ বেতের পণ্য, গহনা এসেছে। আমি বরাবরই এমন আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে চাই৷

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/181319/দেশীয়-পণ্য-নিয়ে-মেলা-দেশজ-ক্রাফটস