ইউপি নির্বাচন: পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

ইউপি নির্বাচন: পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

ইউপি নির্বাচন: পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল মাহাবুব (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ...

বাংলাদেশ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল মাহাবুব (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার শংকরপাশা গ্রামের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ফয়সালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতা-কর্মীরা। 

যুবলীগের নেতা-কর্মীরা জানান, সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিকের পক্ষে প্রচার শেষে রাতে শহরে ফিরছিলেন ফয়সালসহ নেতা-কর্মীরা।

তাদের দাবি, পথে মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকার জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন তাদের দিকে গুলি চালায়। এতে ফয়সাল গুলিবিদ্ধ হন। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে খুলনায় পাঠানো হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় শুভ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180725/ইউপি-নির্বাচন-পিরোজপুরে-যুবলীগ-নেতা-গুলিবিদ্ধ