শিক্ষার্থীদের আন্দোলনে মুখে উপদেষ্টা ও রেজিস্ট্রারের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনে মুখে উপদেষ্টা ও রেজিস্ট্রারের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনে মুখে উপদেষ্টা ও রেজিস্ট্রারের পদত্যাগ

শিক্ষার্থীদের টানা দুইদিন আন্দোলনের মুখে ঢাকার সাভারের নয়ারহাট এলাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) উপদেষ্টা ড. মিজানুর রহমান ও রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিন পদত্যাগ করেছেন।

সাভার প্রতিনিধি

শিক্ষার্থীদের টানা দুইদিন আন্দোলনের মুখে ঢাকার সাভারের নয়ারহাট এলাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) উপদেষ্টা ড. মিজানুর রহমান ও রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিন পদত্যাগ করেছেন। 

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিটারের অধ্যক্ষ মো. আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ ও প্রশাসনিক ভবন ঘেরাও করে আন্দোলন করে শিক্ষার্থীরা।

অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, সকল দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়। তবে বিষয়টি প্রক্রিয়ার জন্য আগামী কয়েকদিন পর্যন্ত সময় নেয়া হয়েছে বলে জানান তিনি।  ওইদিন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম সম্পন্ন করা হবে ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হবে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, নিটার পরিচালিত হয় একজন অধ্যক্ষ ও ১৬ সদস্যের গভর্নিং কাউন্সিলের মাধ্যমে। তবে সবচেয়ে বেশি ক্ষমতা থাকে অধ্যক্ষেরই। গত বছর অক্টোবরে অধ্যক্ষ ড. মিজানুর রহমান অবসরে যান। তবে এর আগেই তিনি নিজের ক্ষমতা কুক্ষিগত করতে এডভাইজার (উপদেষ্টা) নামে একটি পদ সৃষ্টি করেন তিনি।

সেই পদাধিকার বলে বিদায় নিলেও বিশ্ববিদ্যালয়ের মূল নিয়ন্ত্রণ করতেন সে। দায়িত্বে থাকার সময়ে তার বিরুদ্ধে আর্থিক ও পদায়নে নানা অভিযোগও ছিল।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা কোনও রুটিন ঠিকমতো পাই না। পর্যাপ্ত ল্যাব নেই। গাদাগাদি করে ক্লাস করতে হয়। বিভাগগুলোতে পর্যাপ্ত শিক্ষক ও গবেষণার জন্য কিছুই বরাদ্দ নেই। এসব নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানালেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এত বড়ো আবাসিক বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাম্বুলেন্স-চিকিৎসকও নেই।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181926/শিক্ষার্থীদের-আন্দোলনে-মুখে-উপদেষ্টা-ও-রেজিস্ট্রারের-পদত্যাগ