বাংলাদেশেকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

বাংলাদেশেকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

বাংলাদেশেকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে।

বুধবার রাতে এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

এর আগের দিন মঙ্গলবার পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ ব্যাপারে জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ, নেপাল ও লাওসের ক্ষেত্রেও এলডিসি তালিকা থেকে উত্তরণের সুপারিশ করা হয়েছে। তারা পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে। করোনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন দেশকে দুই বছর বাড়তি সময় দেওয়া হলো। সাধারণত প্রস্তুতির জন্য তিন বছর সময় দেওয়া হয়।

রাবাব ফাতিমা টুইট বার্তায় লিখেন, ‘বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ঐতিহাসিন সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর) ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের ক্ষেত্রে এর চেয়ে দারুণ উপলক্ষ আর কি হতে পারে! জাতির বহুদিনের আশা-আকাঙ্খা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ অবশেষে পূর্ণতা পেলো। জয় বাংলা।’

এলডিসি তালিকা থেকে উত্তরণের সুপারিশ গৃহীত হওয়াকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একে বাংলাদেশের উন্নয়নযাত্রার এক মহান মাইলফলক হিসেবেও অভিহিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182727/বাংলাদেশেকে-স্বল্পোন্নত-দেশ-থেকে-উত্তরণের-সুপারিশ-জাতিসংঘে-অনুমোদন