বর্ধিত ভাড়ার চার্ট আসছে

বর্ধিত ভাড়ার চার্ট আসছে

বর্ধিত ভাড়ার চার্ট আসছে

সোমবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ সারাদেশের বাসে ও টার্মিনালের কাউন্টারগুলোতে বর্ধিত ভাড়ার চার্ট দেয়া হবে মঙ্গলবার। সোমবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ'র চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে।

তিনি জানান, বাস ভাড়ার চার্ট বা তালিকা চূড়ান্ত করা হয়েছে। ওই তালিকার চেয়ে বেশি ভাড়া নেয়া হলে ব্যবস্থা নেয়া হবে।

বিআরটিএ'র কর্তৃপক্ষ বলেছে, ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।

কোনো বাসে বেশি ভাড়া নেয়া হচ্ছে তা ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে তাৎক্ষণিকভাবে শাস্তির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180846/বর্ধিত-ভাড়ার-চার্ট-আসছে