যাত্রাবাড়ীতে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ীতে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ীতে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জনের মধ্যে বিশ্বনাথ দত্ত (৬৫) নামে এক শ্রমিক মারা গেছেন...

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জনের মধ্যে বিশ্বনাথ দত্ত (৬৫) নামে এক শ্রমিক মারা গেছেন। আগুনে তার শরীরের ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, হাসপাতালে ভর্তি আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার বিকেল সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ীর জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হন।

দগ্ধরা হলেন- আবুল কালাম, শামসুদ্দিন রবিন, মো. রিপন, মো. শফিক, বিশ্বনাথ ও মো. কবির হোসেন।

তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিশ্বনাথের স্বজনরা জানান, তিন সন্তানের জনক বিশ্বনাথ সায়েদাবাদ জনপথ মোড়ের একটি দোকানে কাজ করতেন। তার বাসা পুরান ঢাকার বানিয়ানগর এলাকায়।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181561/যাত্রাবাড়ীতে-বিস্ফোরণে-দগ্ধ-শ্রমিকের-মৃত্যু