স্কুলের শহীদ মিনারের পিলার ধসে শিশু নিহত

স্কুলের শহীদ মিনারের পিলার ধসে শিশু নিহত

স্কুলের শহীদ মিনারের পিলার ধসে শিশু নিহত

নরসিংদীর পলাশ উপজেলায় বিদ্যালয়ের শহীদ মিনার পিলার ধসে জান্নাতি আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু...

বাংলাদেশ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় বিদ্যালয়ের শহীদ মিনার পিলার ধসে জান্নাতি আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী উচ্চ উচ্চবিদ্যালয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতি আক্তার সেকান্দরদী গ্রামের রাব্বি মোল্লার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে পলাশ থানা ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, শনিবার বিকেলে বাড়ির পাশে সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে খেলছিল জান্নাতি। এ সময় হঠাৎ শহীদ মিনারের একটি পিলার ভেঙে তার মাথায় পড়লে গুরুত্বর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়রা জান্নাতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শহীদ মিনারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেটি মেরামত না করে দড়ি দিয়ে পিলারটি গাছের সঙ্গে বেঁধে রাখে। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিকে দায়ী করেছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী।

তিনি বলেন, ​বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাসহ নিহত শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/176518/স্কুলের-শহীদ-মিনারের-পিলার-ধসে-শিশু-নিহত