আরব আমিরাতে বাংলাদেশি কমিউনিটিকে দেশে বিনিয়োগের আহ্বান

আরব আমিরাতে বাংলাদেশি কমিউনিটিকে দেশে বিনিয়োগের আহ্বান

আরব আমিরাতে বাংলাদেশি কমিউনিটিকে দেশে বিনিয়োগের আহ্বান

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটিকে দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার আমিরাতের ফুজাইরা প্রদেশে বাংলাদেশ সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

প্রবাসী কল্যাণমন্ত্রী ব‌লেন, দেশের উন্নয়নের স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রবাসীদের সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে সরকার বাংলাদেশি কারিকুলামে শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রবাসীদের সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রবাসে স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়াও আরও অনেকগুলো উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে।

সভায় বাংলাদেশি কর্মী ও ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রেমিট্যান্সে দুই পার‌সেন্ট প্রণোদনা প্রদানের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, এনআরবি (সিআইপি) অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান প্রমুখ উপস্থিত ছি‌লেন। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/179634/আরব-আমিরাতে-বাংলাদেশি-কমিউনিটিকে-দেশে-বিনিয়োগের-আহ্বান