শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেছেন ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাই কমিশনার মিস্টার বিজয় জর্জ।

বুধবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও ভারত সরকারের অর্থায়নে রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কার্যক্রম তিনি সরেজমিনে পরিদর্শন করেন।    শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রম ভারত সরকারের অর্থায়নে ২০১৫ সালের ৬ জুন ভার্চুয়ালি উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের ব্যয় ধরা  হয় ১৮ কোটি ১৭ লক্ষ টাকা। 

রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাই কমিশনার মিস্টার বিজয় জর্জ মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশন রাজশাহীর ডেপুটি কমিশনার সঞ্জয় কুমার ভাট্টি ও সেকেন্ড সেক্রেটারি মিস্টার সঞ্জয় জাইন। 

এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  রতন চন্দ্র পন্ডিত, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহিমুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ডিডি (প্রশাসন) মাহবুবুল আলম, গণপূর্ত অধিদপ্তর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মুখলেসুর রহমান, শিলাইদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন খান তারেক প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/176981/শিলাইদহ-রবীন্দ্র-কুঠিবাড়ি-পরিদর্শনে-ভারতীয়-ডেপুটি-হাই-কমিশনার