ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল

ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল

ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৭ জন হাসপাতালে ভর্তি...

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২ জন।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৫১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৬ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ১৩৩ জন। বর্তমানে ভর্তি আছেন ৯০১ জন। 

এ পর্যন্ত ডেঙ্গুতে ৭৩ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ১৫৯ জন।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/176847/ডেঙ্গু-রোগীর-সংখ্যা-১৯-হাজার-ছাড়াল