তালাবদ্ধ টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকা উদ্ধার

তালাবদ্ধ টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকা উদ্ধার

তালাবদ্ধ টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকা উদ্ধার

বগুড়ার ধুনটে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মাদরাসার একটি টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনটে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মাদ্রাসার একটি টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দাখিল মাদরাসার টয়লেট থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিলচাপড়ি গ্রামের সোহাগ হোসেনের (২০) সঙ্গে দুই বছর আগে ওই মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহাগ হোসেন ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। রোববার সকালে তারা দেখা করতে যান ওই মাদ্রাসায়।

পরে তারা মাদ্রাসার টয়লেটে প্রবেশ করলে স্থানীয়রা বাহির থেকে টয়লেটের দরজা আটকে দেন। উপায় না পেয়ে সোহাগ হোসেন ৯৯৯ নম্বরে ফোন করেন। দুই ঘণ্টা পর প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রেমিক-প্রেমিকাকে মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়। পরে ধুনট সমাজ সেবা অফিসারের মুচলেকায় তাদের ছেড়ে দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/176641/তালাবদ্ধ-টয়লেট-থেকে-প্রেমিক-প্রেমিকা-উদ্ধার