শেখ রাসেলের জন্মদিনে বিশেষ গান ‘শেখ রাসেলের কান্না’

শেখ রাসেলের জন্মদিনে বিশেষ গান ‘শেখ রাসেলের কান্না’

শেখ রাসেলের জন্মদিনে বিশেষ গান ‘শেখ রাসেলের কান্না’

বিনোদন

বিনোদন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আগামী ১৮ অক্টোবর। এ উপলক্ষে তৈরি হয়েছে একটি বিশেষ গান। যার শিরোনাম ‘শেখ রাসেলের কান্না’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরেরধারার প্রতিভাবান শিল্পী তোকি আয়মান। আবু সায়েম চৌধুরীর কথায় এতে সুর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, গায়ক-সুরকার শফিক তুহিন।

গানটির মুখ-‘আমি এখনো শুনি একাকী রাতে, মাটির বুকে দু’কান পেতে, শেখ রাসেলের কান্না/ আমি এখনো দেখি মরুর বুকে, কতশত নদী ঝর্ণা লেকে, সেই জলেরই বন্যা।’

শফিক তুহিন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শিশু শেখ রাসেলের মৃত্যু আজও বাংলায় মানুষকে বেদনাহত করে। জন্মদিনে তার প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই গানটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

তুহিন আরও বলেন, ‘গানটিতে শিশুশিল্পী তোকি আয়মানের গায়কীতে আমি মুগ্ধ। শেখ রাসেলের ভয়াবহ হত্যাকাণ্ডের নৃশংসতা সে ভীষণ আবেগ দিয়ে তুলে ধরতে পেরেছে।’

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/177736/শেখ-রাসেলের-জন্মদিনে-বিশেষ-গান-শেখ-রাসেলের-কান্না