‘২৪টিকেটি ডটকম’-এর আরেক পরিচালক গ্রেপ্তার

‘২৪টিকেটি ডটকম’-এর আরেক পরিচালক গ্রেপ্তার

‘২৪টিকেটি ডটকম’-এর আরেক পরিচালক গ্রেপ্তার

ই-কমার্স প্রতিষ্ঠান ‘২৪ টিকেটি ডটকম’–এর পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ...

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স প্রতিষ্ঠান ‘২৪ টিকেটি ডটকম’–এর পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অর্থ পাচার আইনে কাফরুল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে সিআইডি।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২৪ টিকেটি ডটকম’–এর বিরুদ্ধে করা মামলার ৪ নম্বর আসামি মিজানুর রহমান। তাকে গ্রেপ্তারের বিষয়ে আগামীকাল (সোমবার) বিস্তারিত জানানো হবে।

সিআইডি জানায়, বিমানের টিকিট বিক্রির নামে ৪ কোটি ৪৪ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় ই–কর্মাস কোম্পানি ‘২৪টিকেটি ডটকম’।

গ্রাহক ও ৬৭টি এজেন্টের কাছ থেকে কৌশলে এসব টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় গত বৃহস্পতিবার কাফরুল থানায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে আসামি করে মামলা করে সিআইডি।

এর আগে ৫ সেপ্টেম্বর ২৪টিকেটির আরেক পরিচালক রাকিবুল হাসানকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে সিআইডি।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/177467/২৪টিকেটি-ডটকম-এর-আরেক-পরিচালক-গ্রেপ্তার