রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
রাজশাহী প্রতিনিধিরাজশাহীর অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাস্তায় নেমেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন বিজিবি সদস্যরা।
বিজিবির রাজশাহী-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন এবং আশেপাশের এলাকায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। পূজা মণ্ডপ এলাকায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে বিজিবির টহল দল নিয়মিত টহল দিচ্ছে। এক কথায় অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে বিজিবি।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/177978/রাজশাহীতে-আইন-শৃঙ্খলা-রক্ষায়-দুই-প্লাটুন-বিজিবি-মোতায়েন