কাবুলে নিহত মার্কিন সেনার মাকে নিষিদ্ধ করল ফেসবুক

কাবুলে নিহত মার্কিন সেনার মাকে নিষিদ্ধ করল ফেসবুক

কাবুলে নিহত মার্কিন সেনার মাকে নিষিদ্ধ করল ফেসবুক

ফেসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে পোস্ট দেন ঐ মার্কিন সেনার মা শানা চ্যাপেল

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ বোমা হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসহ ১৭০ জনের অধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তাদের সেনাবাহিনীর বিশেষ শাখার একজন সদস্যও রয়েছেন। 

এই হামলায় নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কাঠমিস্ত্রি স্টিভ নিকভির ছেলে ল্যান্স কর্পোরাল কারিম। এ ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে পোস্ট দেন ঐ মার্কিন সেনার মা শানা চ্যাপেল। এরপর ঐ সেনার মাকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। তবে পরবর্তীতে তার ফেইসবুক একাউন্ট আবার ফিরিয়ে দেয়া হয়।

কারিম নিকোইয়ের মায়ের ফেইসবুক একাউন্ট বন্ধ করে দেয়ার পর সমালোচনায় মুখর হয়ে ওঠেন মার্কিন আইনপ্রণেতারা।

পরে ফেইসবুক কর্তৃপক্ষ দাবি করে, ভুলবশত কারিম নিকোইয়ের মা শানা চ্যাপেলের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা হয়েছে।

শানা চ্যাপেল তার ফেইসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ করে বলেছিলেন, “আমার সন্তানের রক্ত আপনার হাতে।”

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে সর্বশেষ ১৩ মার্কিন সেনা নিহত হয়। আফগান যুদ্ধে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা নিহত এবং ২০ হাজার আহত হয়েছে। পার্স টুডে

বাংলাদেশ জার্নাল/ এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172766/কাবুলে-নিহত-মার্কিন-সেনার-মাকে-নিষিদ্ধ-করল-ফেসবুক