অবশেষে ফিরলেন তুরস্কে আটকা সেই বাংলাদেশি

অবশেষে ফিরলেন তুরস্কে আটকা সেই বাংলাদেশি

অবশেষে ফিরলেন তুরস্কে আটকা সেই বাংলাদেশি

তুরস্কের ইস্তাম্বুলে আটকা বাংলাদেশি মো. দিদারুল আলম ৬ দিন পর সোমবার নিজ বাড়িতে পৌঁছেছেন

প্রবাস

প্রবাস ডেস্ক

পাসপোর্ট হারিয়ে তুরস্কের ইস্তাম্বুলে আটকা বাংলাদেশি মো. দিদারুল আলম ৬ দিন পর সোমবার নিজ বাড়িতে পৌঁছেছেন। ইতালিপ্রবাসী মো. দিদারুল আলম চট্টগ্রামের বাসিন্দা।

মানসিক সমস্যায় আক্রান্ত দিদারুলকে দেশে ফিরতে সাহায্য করেছে বাংলাদেশ দূতাবাস।

জানা গেছে, বাংলাদেশের উদ্দেশ্যে রোম বিমানবন্দর ত্যাগ করে ইস্তাম্বুলে পৌঁছালে তার পাসপোর্ট হারিয়ে যায়। এরপর সেখানে আটকে পড়েন। রোম বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ছয়দিন পর বাড়ি ফিরেছেন তিনি।

রোমে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম কল্যাণ) মো. এরফানুল হক গণমাধ্যমকে জানান, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের বিশেষ ব্যবস্থায় তার জন্য জরুরি ভিত্তিতে ট্রাভেল পাস ইস্যু করা হয়। ১৩ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ যেতে সক্ষম হন।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/174261/অবশেষে-ফিরলেন-তুরস্কে-আটকা-সেই-বাংলাদেশি