জামাকাপড়ে ঘরে ঢুকছে স্ক্রাব টাইফাস, হতে পারে মৃত্যু

জামাকাপড়ে ঘরে ঢুকছে স্ক্রাব টাইফাস, হতে পারে মৃত্যু

জামাকাপড়ে ঘরে ঢুকছে স্ক্রাব টাইফাস, হতে পারে মৃত্যু

কামড়ের বিষ এতটাই যে, ঠিক সময়ে ধরা না পড়লে ঘটতে পারে মৃত্যুও

আন্তর্জাতিক

করোনা পরিস্থিতিতে জ্বর মানেই আতঙ্ক। তার উপর শিশুদের জ্বর হলেই আতঙ্ক ছড়াচ্ছে অভিভাবকদের মনে। করোনা নয় তো ? তার উপর ডেঙ্গু, ম্যালেরিয়ার আতঙ্ক তো আছেই। এর মধ্যে আতংক ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস (Scrub Typhus) নামের ব্যাকটেরিয়া। 

ভারতীয় গণমাধ্যম এপিবির খবরে বলা হয়, ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া। মাকড়ের কামড়ের বিষ এতটাই যে, ঠিক সময়ে ধরা না পড়লে ঘটতে পারে মৃত্যুও।

মাকড়ের কামড়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরাই। শুধু কলকাতায় নয় উত্তরপ্রদেশের মথুরায় শিশুদের মধ্যে ছড়াচ্ছে এই রোগের আতঙ্ক।  

শিশু রোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূণ গিরি জানালেন, ওই কামড়ে নির্দিষ্ট ওই জায়গাগুলিতে ব্যথা যন্ত্রণা হয়না। কালো পোড়া মতো দাগ থেকে যায়।

যেভাবে বুঝবেন কামড়িয়েছে ট্রম্বিকিউলিড মাইটস? 

জ্বর, গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা, বমি, গায়ে র‍্যাশ

ডা. গিরি জানালেন, এই ঋতুতে সর্দি ছাড়া ৪-৬ দিন টানা জ্বর দেখলে ফেলে রাখা যাবে না। ডেঙ্গু বা স্ক্রাব টাইফাস , যে কোনও একটি হতে পারে। তাছাড়া চিকিৎসকদের মতে, দ্রুত রোগ ধরা পড়লে, বিশেষ অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব। না হলে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। 

এই অবস্থায় জ্বর এলে প্যারাসিটামল খেয়ে অপেক্ষা নয়। দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ায় উত্তম। 

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172666/জামাকাপড়ে-ঘরে-ঢুকছে-স্ক্রাব-টাইফাস-হতে-পারে-মৃত্যু