ভারতে পালানো বরগুনার সেই মুসা বন্ড গ্রেফতার

ভারতে পালানো বরগুনার সেই মুসা বন্ড গ্রেফতার

ভারতে পালানো বরগুনার সেই মুসা বন্ড গ্রেফতার

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিলেন মো. মুসা ওরফে মুসা বন্ড

বরগুনা প্রতিনিধি

বরগুনায় অস্ত্র ও মাদকসহ কয়েকটি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি মুছা বন্ডকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলাও রয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে মুসা।

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আসামি নয়ন বন্ডের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুছা। এছাড়াও তিনি বন্ড বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ জানায়, বরগুনা মাছ বাজার এলাকা থেকে মুসাকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও মাদকসহ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। শনিবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, মারামারিসহ বিভিন্ন অভিযোগে মুসার বিরুদ্ধে বরগুনা থানায় চারটি মামলা আগেই দায়ের হয়। রিফাত হত্যাকাণ্ডের পর মুসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। বিচার কাজ চলাকালীন পর্যন্ত তিনি ভারতে পালিয়ে ছিলেন। এসব মামলায় মুসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

তিনি আরও বলেন, রিফাত হত্যা মামলা চলাকালীন সময়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু সেই মামলায় তিনি খালাস পাওয়ার পরও সেই সংক্রান্ত কোনো কাগজপত্র বরগুনা থানায় আসেনি তাই তাকে এ মামলাসহ অন্য চারটি মামলায় গ্রেফতার দেখানো হবে।

প্রসঙ্গত, বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিলেন মো. মুসা ওরফে মুসা বন্ড। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172889/ভারতে-পালানো-বরগুনার-সেই-মুসা-বন্ড-গ্রেফতার