আমবাগানে পৌনে ৪ কেজি স্বর্ণ, জব্দ করল বিজিবি

আমবাগানে পৌনে ৪ কেজি স্বর্ণ, জব্দ করল বিজিবি

আমবাগানে পৌনে ৪ কেজি স্বর্ণ, জব্দ করল বিজিবি

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৌনে ৪ কেজি ওজনের ১১টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

বুধবার (১ সেপ্টেম্বর) উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুরে বিজিবির একটি দল সীমান্তের দিকে টহলে বের হয়। এসময় সীমান্তের একটি আমবাগানে এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া দেয় বিজিবি। এসময় একটি কাপড়ের পোটলা ফেলে তিনি পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা পোটলা থেকে তিন কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১টি বিভিন্ন সাইজের স্বর্ণের বার জব্দ করেন। জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।

এ বিষয় দর্শনা থানায় স্বর্ণ চোরাচালানির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমানের (২৮) বিরুদ্ধে মামলা করে বিজিবি।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172655/আমবাগানে-পৌনে-৪-কেজি-স্বর্ণ-জব্দ-করল-বিজিবি