অবশেষে মোদির জন্য খুলল পাকিস্তানের আকাশ

অবশেষে মোদির জন্য খুলল পাকিস্তানের আকাশ

অবশেষে মোদির জন্য খুলল পাকিস্তানের আকাশ

তিন বছর পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তিন বছর পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সংস্থার সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দেয়ার সুবিধার্থে এই অনুমতি দিল ইসলামাবাদ।

বুধবার মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাকিস্তানের আকাশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে উড়ে যায়।

ভারতের নিউজ চ্যানেলগুলো সেদেশের সরকারি সূত্রের বরাত দিয়ে বলেছে, মোদিকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশ দিয়ে চলাচলের যে অনুমতি চাওয়া হয়েছিল তাতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসলামাবাদ।তবে এই অনুমতি একবারের জন্য দেয়া হয়েছে নাকি গত তিন বছর ধরে যে নিষেধাজ্ঞা ছিল তা পুরোপুরি উঠিয়ে দেয়া হয়েছে তা ওই চ্যানেলগুলো জানাতে পারেনি।

এর আগে গত তিন বছর ধরে পাকিস্তান সরকার দেশটির আকাশ দিয়ে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/175318/অবশেষে-মোদির-জন্য-খুলল-পাকিস্তানের-আকাশ