কুষ্টিয়া হাসপাতালে একদিনে ৩ মৃত্যু

কুষ্টিয়া হাসপাতালে একদিনে ৩ মৃত্যু

কুষ্টিয়া হাসপাতালে একদিনে ৩ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মারা গেছেন। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মারা গেছেন। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৬৬ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন এবং ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। 

এদিকে নতুন ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২ জনে। নতুন ৩৮ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯১৭ জন। 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ১৩ শতাংশ। 

শনাক্ত হওয়াদের মধ্যে কুষ্টিয়া সদরের ১৫ জন, দৌলতপুরের পাঁচজন, মিরপুরের ছয়জন, কুমারখালীর একজন, খোকসার দুইজন এবং ভেড়ামারার ৯ জন রয়েছেন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৮৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬০ জন ও হোম আইসোলেশনে আছেন ৬২৪ জন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173322/কুষ্টিয়া-হাসপাতালে-একদিনে-৩-মৃত্যু