আমেরিকা নিয়ে যাবে বললে বিমানবন্দরে ভিড় করবে ভারতীয়রাও: তালেবান

আমেরিকা নিয়ে যাবে বললে বিমানবন্দরে ভিড় করবে ভারতীয়রাও: তালেবান

আমেরিকা নিয়ে যাবে বললে বিমানবন্দরে ভিড় করবে ভারতীয়রাও: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন যদি তাদের দেশে নিয়ে গিয়ে বসতি স্থাপনের প্রস্তাব দেয়, তবে লাখ লাখ ভারতীয়রাও দিল্লি বিমানবন্দরে ভিড় করবেন। তালেবান শাসন নিয়ে ভারতীয় টিভি৯-এ দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহেল শাহীন।

বৃহস্পতিবার কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবি গেটে আত্মঘাতী হামলায় ১৭০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। সেখানে দেশ ছাড়ার আশায় বিপুল সংখ্যক মানুষ কাবুল বিমানবন্দরের জড়ো হয়েছিল, তখন ‘আত্মঘাতী’ বোমা হামলা হয়।

এ বিষয়ে তালেবান নেতা বলেন, বিমানবন্দরে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল এটি সত্য নয়। বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্য দায়ী মার্কিন প্রশাসনই।

তিনি আরও দাবি করেন, কখনোই যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সঙ্গে কাজ করেনি বিমানবন্দরে জড়ো হওয়া অধিকাংশ মানুষই। তারা পশ্চিমা দেশগুলোতে বসতি স্থাপনের সুযোগ হিসেবে দেখেছিল।

এক প্রশ্নের জবাবে সোহেল শাহীন আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন যদি ঘোষণা দেয়, কেউ আমেরিকায় স্থানান্তরিত হতে চাইলে তিন ঘণ্টার মধ্যে দিল্লি বিমানবন্দরে পৌঁছাবে, তখন দেখবেন লাখ লাখ লোক সেখানে উপস্থিত হবেন।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172781/আমেরিকা-নিয়ে-যাবে-বললে-বিমানবন্দরে-ভিড়-করবে-ভারতীয়রাও-তালেবান