দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

আগামী দু’দিনের মধ্যে আফগানিস্তানে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তালেবান উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

আগামী দু’দিনের মধ্যে আফগানিস্তানে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তালেবান উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই। বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

তিনি বলেন, আগামী দু’দিনের মধ্যে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে। এটি হবে সবার অংশগ্রহণে ঐকমত্যের সরকার। এই সরকারের নিচু স্তরে নারীদের ভূমিকা থাকবে, তবে উচ্চ পর্যায়ে দেখা যাবে না তাদের।

এছাড়া গত দুই দশকে যারা সরকারে কাজ করেছেন, নতুন সরকারে তাদের অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান তিনি। 

আব্বাস স্তানিকজাই বলেন, সম্প্রতি কাবুল বিমানবন্দরে যে বিশৃঙ্খলা হয়েছে সেজন্য যুক্তরাষ্ট্রের অব্যবস্থাপনা দায়ী এবং বিমানবন্দর মেরামতের জন্য বর্তমানে ৩ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

তালেবানের এই নেতা বলেন, আগামী দু’দিনের মধ্যে বিমানবন্দর পুনরায় কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হবে।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172651/দুদিনের-মধ্যে-আফগানিস্তানে-নতুন-সরকার-ঘোষণা